Site icon Jamuna Television

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২২

প্রতীকী ছবি।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময় করোনা শনাক্ত হয়েছে ২২ জনের। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ১৩১ জনে।

শনিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২০ শতাংশ। সুস্থ হয়েছেন ১৫৪ জন। আর মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। মারা গেছেন ২৯ হাজার ৪২৬ জন।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এএআর/

Exit mobile version