Site icon Jamuna Television

বাদুরের স্যুপ বানানোর ভিডিও ইউটিউবে দিয়ে থাইল্যান্ডে আটক হলেন নারী

থাইল্যান্ডে বাদুরের স্যুপ রান্না করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করার দায়ে এক নারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ভিডিওতে দেখা যায়, ওই নারী বাটিতে স্যুপ ও কিছু মৃত বাদুর খাচ্ছেন। খবর টিএমজেডের।

ভিডিওতে সেই নারীকে বলতে শোনা যায়, এবার তিনি প্রথম বাদুর খাচ্ছেন। এটি তিনি উত্তর থাইল্যান্ডের লাওস সীমান্তের কাছের একটি বাজার থেকে কিনেছেন। এসময় তিনি তার বানানো খাবারকে বেশ সুস্বাদু হিসাবেও বর্ণনা করেন।

বাদুর সার্স-কোভ-২ এ আক্রান্ত হয়ে থাকে এবং জানা যায়, কোভিড-১৯ ভাইরাস উৎপত্তির অন্যতম কারণ এই ভাইরাস।

এ ঘটনায় ইন্টারনেট ব্যবহারকারীরা ভিডিওতে নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন। কেউ কেউ একে জঘন্য হিসেবে আখ্যা দেন। এরপরই ওই নারী তার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি মুছে দেন।

থাইল্যান্ডের কর্তৃপক্ষ ওই নারীকে সুরক্ষিত বন্যপ্রাণীর মৃতদেহ রাখা এবং ক্লিপটি আপলোড করার দায়ে আটক করেছে। দোষী সাব্যস্ত হলে তার ৫ বছরের কারাদণ্ড অথবা ৫ লক্ষ থাই মুদ্রা জরিমানা হতে পারে।

এটিএম/

Exit mobile version