Site icon Jamuna Television

এক দেশের রাজধানীতে বসে ভুলবশত অন্য রাষ্ট্রকে অভিবাদন জানালেন বাইডেন

ছবি: সংগৃহীত।

মুখ ফসকে ভুল নাম বলে ফেলা খুবই স্বাভাবিক বিষয়। তবে গুরুত্বপূর্ণ কোনো সময়ে কোনো একটি দেশের নাম যদি ভুল হয়ে যায়, তবে তা বেশ বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। আর এই ভুল যদি করে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তাহলে তা খবরের শিরোনামে উঠে আসতে বাধ্য। এমনই এক ভুল করে বেশ ট্রোলের শিকার হয়েছেন জো বাইডেন। কম্বোডিয়ার সরকারকে ধন্যবাদ দিতে গিয়ে কলম্বিয়ার নাম বলে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট। খবর ফক্স নিউজের।

শনিবার (১৩ নভেম্বর) আঞ্চলিক সম্মেলন আসিয়ানে বক্তব্য রাখার সময় এই ভুল করে বসেন জো বাইডেন। কম্বোডিয়ার রাজধানী নমপেনে ১১ সদস্যরাষ্ট্রের এ সম্মেলনে যোগ দেন বাইডেন। তবে আনুষ্ঠানিকভাবে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে গিয়েই সেখানে কলম্বিয়ার নাম বলে ফেলেন তিনি। তবে তাৎক্ষণিকভাবে সেই ভুল নাম শুধরে নেননি মার্কিন প্রেসিডেন্ট।

গণমাধ্যমের তথ্য অনুসারে, চলতি বছর হোয়াইট হাউসের এক বিবৃতির সময়ও একই ভুল করেছিলেন প্রেসিডেন্ট। সেটি ঠিক করার চেষ্টাও করেননি তিনি। একই ঘটনার পুনরাবৃত্তি হলো আবার। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছেন বাইডেন।

এসজেড/

Exit mobile version