Site icon Jamuna Television

৭ বছর পর ঝিনাইদহে শুরু আওয়ামী লীগের সম্মেলন

দীর্ঘ ৭ বছর পর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন ঘিরে শহরজুড়ে সাজ সাজ রব বিরাজ করছে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে অলি-গলি ও রাস্তাঘাট।

রোববার (১৩ নভেম্বর) বেলা ১১টা থেকে শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এ সম্মেলন। জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সম্মেলন স্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। এরইমধ্যে যোগ দিয়েছেন বাহাউদ্দিন নাসিমসহ কেন্দ্রীয় কয়েকজন নেতা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় কয়েকজন নেতাও।

এর আগে, ২০১৫ সালে সবশেষ অনুষ্ঠিত হয়েছিল ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সম্মেলন। তাই দীর্ঘদিন পর এ সম্মেলন নিয়ে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।

এসজেড/

Exit mobile version