Site icon Jamuna Television

জামালপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, জামালপুর
জামালপুর শহরের গুরুত্বপূর্ণ পাঁচরাস্তা-শহীদ হারুণ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

জামালপুর শহরের গুরুত্বপূর্ণ পাঁচরাস্তা সড়কটি ভেঙ্গে কর্দমাক্ত হয়ে এমন অবস্থা হয়েছে যানবাহন দূরের কথা মানুষ চলাচল অসম্ভব হয়ে উঠেছে। সড়কটি সংস্কারের দাবিতে এলাকাবাসী আজ সকাল ১১টা থেকে ঘণ্টাব্যপী মানববন্ধন করে।

মানববন্ধন চলাকালে ডাক্তার ইউনুছ আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইশমত পাশা, জাহাঙ্গীর সেলিম, আশরাফুল ইসলাম বুলবুল ছাড়াও এলাকার অনেকে। এসময় বক্তারা অবিলম্বে সড়কটি সংস্কারের দাবি জানান।

Exit mobile version