Site icon Jamuna Television

ইরানে চলমান হিজাব আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৩২৬

ইরানে হিজাব ঠিকমতো না পরার জেরে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত ৩২৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) এ তথ্য জানায় ইরান হিউম্যান রাইটস। খবর এএফপির।

মানবাধিকার সংস্থাটি তাদের ওয়েবসাইটে জানায়, ৩২৬ জন নিহতের ভেতর ৪৩ জন শিশু ও ২৫ জন নারী আছেন। মোট মৃতের ১২৩ জনই মারা গেছেন সিস্তান-বেলুচিস্তান প্রদেশে।

এর আগে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর তিনদিন পর ১৬ সেপেটেম্বর ইরানে শুরু হয় আন্দোলন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি দাবি করেছিলেন, চলমান আন্দোলনে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র।

এটিএম/

Exit mobile version