Site icon Jamuna Television

সাইবার চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করতে সম্মত বাংলাদেশ-সৌদি আরব: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের শ্রমিকরা সৌদিতে আরও নিরাপদে কীভাবে কাজ করতে পারে সে বিষয়ে সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, সাইবার চ্যালেঞ্জ মোকাবেলায়ও দুদেশ একসাথে কাজ করতে সম্মত হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) সচিবালয়ে বাংলাদেশ ও সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে একথা জানান আসাদুজ্জামান খান। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু ও হজযাত্রীদের সহজভাবে মক্কায় গমন নিয়ে কথা হয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। এছাড়া শ্রমিকদের নিরাপত্তা ইস্যুতেও আলোচনা হয়েছে। হজ ও ওমরাহ, শ্রমিক, স্কলারশিপ আর বিজনেস ইস্যুতে ভিসা সহজ করার বিষয়েও আলোচনায় জোর দেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তিন লাখ রোহিঙ্গা সৌদিতে কাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বাংলাদেশের মাধ্যমে সেখানে গিয়েছে এটা যেমন সত্য, তেমনই দেশের বাইরে থেকেও বেশ কিছু সংখ্যক রোহিঙ্গা সৌদিতে গিয়েছে। যারা বিশেষ বিবেচনায় গিয়েছিল তাদের শনাক্ত করে, আমরা যাদের পাসপোর্ট দিয়েছি তাদের পাসপোর্ট রিনিউ করা আমাদের দায়িত্ব।

এসজেড/

Exit mobile version