Site icon Jamuna Television

গোয়ালন্দে বান্ধবীকে নিয়ে উধাও প্রেমিক, চি‌ঠি লি‌খে প্রেমিকার আত্মহত্যা

রাজবাড়ী প্রতিনিধি:

প্রেমে নানাভাবে সহ‌যো‌গিতা করা বান্ধবী‌কে নিয়ে পালিয়েছে প্রেমিক। তা মে‌নে নি‌তে না পে‌রে আত্মহত্যা ক‌রেছে ১৬ বছর বয়সী প্রেমিকা। আত্মহত্যার আগে এক চিঠি‌তে সে প্রেমিক ও বান্ধবীর শাস্তি দাবি জানিয়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরদৌলতদিয়া পরশউল্লাহ মাতুব্বর পাড়ায় শ‌নিবার (১২ ন‌ভেম্বর) এ ঘটনা ঘ‌টে‌ছে। আত্মহত্যা করা ওই তরুণী সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

পারিবার ও স্থানীয় সূত্র জানায়, তরুণীর সঙ্গে রাজবাড়ী সদর উপজেলার কুলারহাট এলাকার শিমুল নামের এক যুবকের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার ঘনিষ্ঠ বান্ধবী ও প্রতিবেশী অপর তরুণী নানাভাবে এ প্রেমে সহযোগিতা করতো। শুক্রবার রাতে ওই বান্ধবীকে নিয়েই পালিয়ে যায় প্রেমিক। এ ঘটনা জানার পর আত্মহত্যা করে সে।

মৃত তরুণীর চাচা আমজাদ হোসেন জানান, শনিবার সকাল ৮টার দি‌কে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ সময় তার পায়ের নিচে একটি ডায়েরি ও চিঠিপত্র পাওয়া যায়। এর মাধ্যমেই তারা এ ঘটনা জানতে পারেন।

চিরকুটে লেখা ছিল, আমি শিমুলকে অনেক ভালোবাসি, আর রুমিন (ছদ্মনাম) ছিল আমার প্রিয় বান্ধবী। শিমুল রুমিনকে নিয়ে চলে গেছে। এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। আমি কীভাবে মুখ দেখাব। ও এত বড় বেঈমানি করতে পারল! শিমুলের সঙ্গে আমার যত কথা হয়েছে সব রেকর্ডিং আছে। মা আমাকে মাফ করে দিও। শিমুলকে শাস্তি দিও, তা নাহলে আমার আত্মা শান্তি পাবে না।

সে আরও লিখেছে, আমার মৃত্যুর জন্য দায়ী শিমুল আর রুমিন। আমি পৃথিবীর সব মায়া-মমতা ত্যাগ করে চলে যাচ্ছি। তোমাদের জন্য কষ্ট হচ্ছে। আমাকে ক্ষমা করে দিও মা। আমি তোমাকে অনেক ভালোবাসি।

স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ রকম মৃত্যু অত্যন্ত দুঃখজনক। সে অনেক মেধাবী ছাত্রী ছিল। তার মৃত্যুর বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তদন্তসাপেক্ষে এ ঘটনার ন্যায়বিচার হওয়া উচিত।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার জানান, লাশ ময়নাতদন্তের পর প‌রিবা‌রের কাছে হস্তান্তর ক‌রা হয়েছে। এ বিষ‌য়ে থানায় এক‌টি মামলা হয়ে‌ছে।

এটিএম/

Exit mobile version