Site icon Jamuna Television

পশ্চিমা নানা অভিযোগের মাঝেই পুতিন-রইসির ফোনালাপ

রাশিয়াকে অস্ত্র সরবরাহ নিয়ে ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের অভিযোগের মাঝেই প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির সাথে ফোনালাপ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (১২ নভেম্বর) ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয় এ তথ্য। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে বলা হয়, দিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আলোচনা করেন এ দুই নেতা। এ লক্ষ্যে ইউরেশিয়ান ট্রানজিট উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট পুতিন। পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে সম্প্রতি ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে জোরালো প্রচেষ্টা চালাচ্ছে রাশিয়া।

এদিকে, সোমবার আসিয়ান সম্মেলনে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ধারণা করা হচ্ছে, সেখানেও রাশিয়া-ইউক্রেন ইস্যুতে কথা বলবেন এ দুই নেতা।

এটিএম/

Exit mobile version