Site icon Jamuna Television

মারা গেছেন কণ্ঠশিল্পী আকবর

‘ইত্যাদি’র মাধ্যমে পরিচিতি পাওয়া জনপ্রিয় গায়ক আকবর আলী গাজী মারা গেছেন। তার স্ত্রী কানিজ ফাতেমা এ শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান তিনি। এর আগে, শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ শিল্পী।

আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়েছিল। পা কাটার পর বেড়ে যায় তার কিডনি ও লিভারের সমস্যা।

‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন রিকশা চালক আকবর। ইত্যাদির মাধ্যমে উঠে আসা এই শিল্পী রাতারাতি পরিচিতি পেয়ে যান। তবে শারীরিক অসুস্থতার কারণে জীবনের শেষ সময়ে অর্থনৈতিক সংকটে পড়েন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকবরকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকা (সঞ্চয়পত্র) অনুদান দিয়েছিলেন।

এটিএম/

Exit mobile version