Site icon Jamuna Television

আড়াই বছর মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলো মার্কিন সামরিক ড্রোন

মানুষ বিহীন এক্স-৩৭বি শাটল ড্রোনটির প্রথম ফ্লাইট শুরু হয় ২০১০ সালে।

প্রায় আড়াই বছর কক্ষপথে থাকার পর পৃথিবীতে ফিরলো যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন। শনিবার (১২ নভেম্বর) ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে ড্রোনটি অবতরণ করেছে বলে জানিয়েছে মার্কিন বিমান সংস্থা বোয়িং। খবর এপির।

বোয়িং এক বিবৃতিতে বলেছে, ২০১০ সালে মানুষবিহীন এক্স-৩৭বি শাটল ড্রোনটির প্রথম ফ্লাইট শুরু হয়। এরপর থেকে ড্রোনটি ১০ বছরেরও বেশি সময় মহাকাশে কাটিয়েছে এবং ৬টি মিশনের সময় ১৩০ কোটি মাইলেরও বেশি উড়েছে।

গোপনীয়তার মধ্যে চালু করা এক্স-৩৭বি মডেলের ড্রোনটি বিমান বাহিনীর জন্য ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স, বোয়িং এবং লকহিড মার্টিনের যৌথ উদ্যোগে ডিজাইন করা। সৌর প্যানেল দ্বারা চালিত ড্রোনটি দৈর্ঘ্যে ৩০ ফুট। রয়েছে ১৫ ফুট ডানা।

শাটলের শেষ লঞ্চের আগে ২০২০ সালের মাঝামাঝিতে ড্রোনটির মাধ্যমে একটি সিরিজ বৈজ্ঞানিক পরীক্ষার উদ্যোগ গ্রহণ করে পেন্টাগন।

মহাকাশ অভিযানের প্রধান জেনারেল চান্স সল্টজম্যান বলেছেন, এই মিশনটি মহাকাশ অনুসন্ধানে সহযোগিতার প্রতি স্পেস ফোর্সের গুরুত্ব এবং এয়ারফোর্স বিভাগের ভেতরে ও বাইরে আমাদের অংশীদারদের জন্য মহাকাশে কম খরচে প্রবেশাধিকার সম্প্রসারণের ওপর আলোকপাত করেছে।

এ বিষয়ে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, মিশনটি ছিল মহাকাশে বিদ্যমান পদার্থের প্রতিক্রিয়া পরীক্ষা করা, মহাকাশে পরিবেষ্টিত বিকিরণ কীভাবে বীজের ওপর ধারাবাহিক প্রভাব ফেলে তা মূল্যায়ন করা এবং সৌর বিকিরণকে কীভাবে রেডিও-বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা তা যাচাই করা।

এএআর/

Exit mobile version