Site icon Jamuna Television

২০ রান কম করার আফসোস বাবরের

পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের হার পাকিস্তানের। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৩৭ রানের পুঁজি পাওয়া পাকিস্তান দারুণ লড়াই করে শেষ পর্যন্ত ৫ উইকেটে হেরে যায়। পাকিস্তান অধিনায়কের কণ্ঠে ২০ রানের আফসোস, পাক অধিনায়ক বাবর আজম মনে করেন ২০ রান কম থাকায় ম্যাচের রেজাল্ট এরকম হয়েছে।

ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানান, আমরা প্রথমে যেভাবে শুরু করেছিলাম তাতে আমাদের ২০ রান কম হয়েছে। এই পিচে ১৬০ রান আমাদের জন্য সঠিক ছিলো, শেষ পাঁচ ওভারে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।

তবে শেষ ৪ ম্যাচে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে উচ্ছ্বসিত পাকিস্তান অধিনায়ক। বললেন, পুরো দলকে ধন্যবাদ জানাই। পুরো স্টেডিয়ামে আমাদের সমর্থক বেশি ছিল। তাদেরকে অনেক ধন্যবাদ জানাই।

শাহিন শাহ আফ্রিদির ইনজুরি নিয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, শাহিন আফ্রিদি ২টা ওভার ম্যাচের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। ও থাকলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো। এটা বলে এখন আর মন খারাপ করতে চাই না কারণ এটি খেলার একটি অংশ মাত্র।

এর আগে, ইংল্যান্ডের বাঁহাতি পেসার স্যাম কারেনের সুইং ও পেস বৈচিত্র্যের জবাব খুঁজে না পেয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সামনে ১৩৮ রানের মামুলি টার্গেট দেয়ে পাকিস্তান। ইংলিশদের চেপে ধরা বোলিং-ফিল্ডিংয়ে শেষ ৫ ওভারে মাত্র ৩১ রান তুলতে পেরেছে পাকিস্তান।

Exit mobile version