Site icon Jamuna Television

গোল উৎসব করে বিশ্বকাপ বিরতিতে পিএসজি

কাতার বিশ্বকাপ বিরতির আগে লিগ ওয়ানের শেষ ম্যাচে অসেসের বিপক্ষে গোল উৎসব করেছে মেসি-এমবাপ্পে-নেইমারের প্যারিস সেন্ট জার্মেই। ৫-০ গোলে অসেসকে উড়িয়ে দিয়ে শীর্ষে থেকেই বিশ্বকাপ বিরতিতে গেল ফ্রেঞ্চ জায়ান্টরা। গোল করেছেন এমবাপে, সোলার, হাকিমি, সানচেজ ও একিতিকের।

নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে শুরু থেকেই বল নিয়ন্ত্রণে রেখে আক্রমণ চালায় পিএসজি। ম্যাচের ১০ মিনিটেই ম্যান্ডেসের ক্রসে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে নেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। মেসি নেইমারদের একের পর এক আক্রমণ প্রতিহত করেন অসেসের গোলরক্ষক কস্তিল। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বিরতিতে যায় প্যারিস সেন্ট জার্মেই। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার সোলার। ম্যান্ডেসের দ্বিতীয় অ্যাসিস্টে দলকে দ্বিতীয়বারের মতো এগিয়ে নেন সোলার। এরপর শুরু হয় প্যারিসের গোল উৎসব। ৫৭ মিনিটে আশরাফ হাকিমির পর একে একে স্কোর শিটে নাম লেখান রেনাটো সানচেজ ও স্ট্রাইকার একিতেকে। বিশ্বকাপে নিজেদের ফিট রাখতে ৭৫ মিনিটে বদলি হন মেসি ও নেইমার। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় পায় পিএসজি।

১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষে রয়েছে প্যারিস সেন্ট জার্মেই।

ইউএইচ/

Exit mobile version