Site icon Jamuna Television

জামালপুর জেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদককে অব্যাহতি

স্টাফ করেসপনডেন্ট, জামালপুর :

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ্জামানকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

রোববার (১৩ নভেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়- অধ্যাপক সুরুজ্জামান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি দেওয়ানগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র নুরুন্নবী অপুকে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চেয়েছেন। কিন্তু অপু পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছিলেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, অধ্যাপক সুরুজ্জামানের এমন কর্মকাণ্ড অসাংগঠনিক ও শৃঙ্খলা পরিপন্থী। এ বিষয়ে তাকে আগেও সতর্ক করা হয়েছিল। তাই তাকে গঠনতন্ত্রের ৪৯(৭) ধারা মোতাবেক দল থেকে অব্যাহতি এবং কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না তা ৭ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version