Site icon Jamuna Television

আমানত তুলে নেয়ার খবর সঠিক নয়: বাংলাদেশ ব্যাংক

আমানত তুলে নেয়ার জন্য ষড়যন্ত্রমূলক নানা সংবাদ প্রচারিত হচ্ছে, যা সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৩ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেয়ার জন্য ষড়যন্ত্রমূলক নানা খবর প্রচারিত হচ্ছে। এ ব্যাপারে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে দেশের কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায়, ভবিষ্যতেও বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

বর্তমানে দেশের ব্যাংক ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই বলেও জানায় বাংলাদেশ ব্যাংক।

/এমএন

Exit mobile version