Site icon Jamuna Television

দুবলারচরে সাপের কামড়ে জেলের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি :

সাগরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে সাতক্ষীরার আশাশুনি উপজেলার মনিরুল গাজী নামের এক জেলের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) বিকেলে দুবলারচর শুটকি পল্লীতে সাপের কামড়ে তার মৃত্যু হয়। নিহত মনিরুল গাজী (২৪) উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের মৃত মনোয়ার গাজীর ছেলে।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, দুবলারচর থেকে মোবাইল ফোনে পরিবারের কাছে জানিয়েছে, মনিরুল গাজী সাপের কামড়ে মারা গেছে। তার মরদেহ নিয়ে দুবলারচর থেকে বাড়িতে রওনা হয়েছে তারা। শুটকি পল্লীতে মাছ বিছানোর সময় তাকে সাপে কামড় দেয়। পরবর্তীতে সাপটিও মেরে ফেলেছে মনিরুলের সঙ্গীরা।

ইউএইচ/

Exit mobile version