Site icon Jamuna Television

সরকার ভয় পেয়ে নেতাকর্মীদের গ্রেফতার করছে: রিজভী

ফাইল ছবি।

বিএনপির সমাবেশে জনবন্যা দেখে সরকার ভয়ে নেতাকর্মীদের গ্রেফতার করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই সমাবেশে আসা নেতাকর্মীদের ওপর হামলা করছে ছাত্রলীগ-যুবলীগ।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

রিজভী বলেন, ১৪ বছর ক্ষমতায় থেকেও বিএনপির সমাবেশে এতো লোক দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। কুৎসা রটনা করছে জিয়া পরিবারের বিরুদ্ধে। জিয়া বা খালেদা জিয়ার শাসনামলে কেউ গুম বা ক্রসফায়ারের শব্দ শোনেনি বলেও দাবি করেন রিজভী আহমেদ।

ইউএইচ/

Exit mobile version