Site icon Jamuna Television

২০২৩ সালে ব্যাংকে ছুটি ২৪ দিন

সাপ্তাহিক ছুটি দুই দিন ছাড়া ২০২৩ সালে বাংলাদেশের ব্যাংকাররা ২৪ দিন ছুটি ভোগ করবেন। রোববার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এই ছুটির ঘোষণা দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৩ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর বাইরে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর থাকবে ব্যাংক হলিডে। এ দুইদিন লেনদেন হবে না। সব মিলিয়ে আগামী বছর ব্যাংকে কর্মরতরা ২৪ দিন ছুটি পাবেন।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ২০২৩ সালে ছুটির দিনগুলো হচ্ছে- ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ৮ মার্চ শবেবরাত, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১৯ এপ্রিল শবে কদর, ২১ এপ্রিল জুমাতুল বিদা, ২১-২৩ এপ্রিল ঈদুল ফিতর, ১ মে মহান মে দিবস, ৪ মে বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ২৮-৩০ জুন ঈদুল আজহা, ১ জুলাই ব্যাংক হলিডে, ২৯ জুলাই আশুরা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ২৪ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন), ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে। এসব দিবস ও তারিখে ব্যাংক বন্ধ থাকবে, এ দিনগুলোতে ব্যাংকে কোনো লেনদেন হবে না।

ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে আগামী বছরের ছুটির তারিখ নির্ধারণ করে দেয়া হলেও চাঁদ দেখার ওপর এটি পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ইউএইচ/

Exit mobile version