Site icon Jamuna Television

ইরানে হিজাব বিরোধী আন্দোলনকারীর মৃত্যুদণ্ডাদেশ

ইরানে চলমান হিজাব আন্দোলনে এখনও উত্তাল সেখানকার পরিস্থিতি। এরইমধ্যে দেশটির আদালত আন্দোলনে যুক্ত থাকার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। তবে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

রোববার (১৩ নভেম্বর) দেশটির আদালত অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম মিজান নিউজ। বলা হয়, তেহরানের একটি আদালতে অগ্নি সংযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ‘ঈশ্বরের শত্রু’ হওয়ার অপরাধে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

এদিকে হিজাব ঠিকমতো না পরার জেরে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত ৩২৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার এ তথ্য জানায় ইরান হিউম্যান রাইটস। মানবাধিকার সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা তথ্যে জানায়, ৩২৬ জন নিহতের ভেতর ৪৩ জন শিশু এবং ২৫ জন নারী আছেন।

এটিএম/

Exit mobile version