Site icon Jamuna Television

সিরিয়া ভূখণ্ডে ইসরায়েলের হামলা, নিহত ২

সিরিয়ার শাইরাত বিমানঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২ সেনা সদস্য। রোববার (১৩ নভেম্বর) রাতে ওই হামলায় আরও ৩ জন আহত হন। খবর ডব্লিউআইওএন এর।

সিরিয়ার বিমান প্রতিরক্ষা বিভাগ নিশ্চিত করেছে এ তথ্য। বিবৃতিতে জানিয়েছে, হোমস প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল হামলায় ক্ষতিগ্রস্ত। একইসাথে ইসরায়েলের ছোড়া বেশকিছু মিসাইল ধ্বংসের দাবিও জানায় দেশটির সেনাবাহিনী। অন্তত চারটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘাঁটিতে ছড়িয়ে পড়ে আগুন।

এর আগে, প্রতিবেশী লেবাননের আকাশসীমায় চিহ্নিত হয় ইসরায়েলি বিমান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এটিকে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান হিসেবে আখ্যা দিয়েছে তেল আবিব। জানায়, ইরান সমর্থনপুষ্ট সন্ত্রাসীদের গোপন ঘাঁটি ধ্বংসই ছিল মূল লক্ষ্য।

এটিএম/

Exit mobile version