Site icon Jamuna Television

এক সপ্তাহে তৃতীয়বারের মতো কেঁপে উঠলো উত্তর ভারত

ছবি: সংগৃহীত।

ভারতের পাঞ্জাবে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৩ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৩টার পর কেঁপে ওঠে ঘরবাড়িসহ সব স্থাপনা। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। খবর আনন্দবাজার পত্রিকার।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) দাবি, ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১২০ কিলোমিটার গভীরে। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল কম্পন। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত মঙ্গলবার (৮ নভেম্বর) গভীর রাতে ৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালেও অরুনাচল প্রদেশে ভূমিকম্প হয়। সেই কম্পনের মাত্রা ছিল ৫.৭। সে দিন ভোরে আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ারেও ৪.৩ মাত্রার ভূমিকম্প হয়। এরপর শনিবার (১২ নভেম্বর) ফের কেঁপে দিল্লিতে। সেই কম্পনের মাত্রা ছিল ৫.৪। পরপর এমন ভূমিকম্পে আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা উত্তর ভারতে।

এসজেড/

Exit mobile version