Site icon Jamuna Television

অসুস্থ নিক জোনাস, দ্রুত কমে যাচ্ছে ওজন

ছবি: সংগৃহীত।

মার্কিন পপ তারকা ও প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস অসুস্থ। বেশ কিছুদিন ধরেই অসুস্থ তিনি। দ্রুত ওজন কমে যাচ্ছে তার। এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন গায়ক। খবর আনন্দবাজার পত্রিকার।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন নিক। সেখান তিনি জানান, তার টাইপ-১ ডায়াবেটিস ধরা পড়েছে। কোন কোন উপসর্গ তার মধ্যে দেখা গেছে তাও নিশ্চিত করেছেন নিক। তিনি জানান, বার বার গলা শুকিয়ে আসা, হঠাৎ করে অনেকটা ওজন কমে যাওয়া, ঘন ঘন প্রস্রাব, অধিক ক্লান্তি বা সারাক্ষণ বিরক্তিতে ভুগছিলেন তিনি। এসব উপসর্গ দেখেই সচেতন হন নিক। পরে ধরা পড়ে ডায়াবেটিস।

কিছুদিন আগেও প্রিয়াঙ্কা ও মেয়ে মালতির সাথে ছবি আপলোড করেছেন নিক। দিপাবলিতেও পরিবারের সাথে ছবি দিয়েছিলেন তিনি। তবে সেসব ছবিতে বেশ ক্লান্ত লাগছিল নিককে। এবার নিজেই প্রকাশ করলেন অসুখের কথা।

এসজেড/

Exit mobile version