Site icon Jamuna Television

আর্জেন্টাইন বিস্ময় বালকের শেষ সময়ের গোলে নাটকীয় জয় ম্যানইউর

ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন বিস্ময় বালক আলেহান্দ্রো গার্নাচোর অতিরিক্ত সময়ের গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বদলি খেলোয়াড় হিসেবে নামা এই ১৮ বছর বয়সীর গোলে ফুলহ্যামের বিপক্ষে ২-১’র ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা। গার্নাচো ছাড়াও রেড ডেভিলদের হয়ে গোল পেয়েছেন ডেনিশ তারকা ক্রিস্টিয়ান এরিকসেন।

ফুলহ্যামের মাঠ ক্রাভেন কটেজে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। ম্যাচের ১৪ মিনিটে দুর্দান্ত গোল করে ম্যানইউকে এগিয়ে নেন ডেনিশ তারকা ক্রিস্টিয়ান এরিকসেন। গোল খেয়ে মরিয়া হয়ে খেলতে থাকে ফুলহ্যাম। তবে তাদের একের পর এক আক্রমণ প্রতিহত করে যান ম্যানইউ গোলরক্ষক ডেভিড ডি হেয়া। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যানইউ।

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ফুলহ্যামকে সমতায় ফেরান ডেনিয়েল জেমস। ৫৯ মিনিটে ফরোয়ার্ড উইলসনের বদলি হিসেবে নামা ডেনিয়েল জেমস ম্যানইউর গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান। ১-১ সমতা থাকার পর ৭২ মিনিটে অ্যান্থনি মার্শিয়ালের বদলি হিসেবে নামেন তরুণ তুর্কি আলেহান্দ্রো গার্নাচো। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই অতিরিক্ত সময়ের শেষ মিনিটে (৯২ মিনিটে) এরিকসেনের বাড়িয়ে দেয়া বলে দু’জন ফুলহ্যাম ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত গোল করেন আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া গার্নাচো। পূর্ণ ৩ পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

এই জয়ে ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে ৫ম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফুলহ্যামের বিপক্ষেও দলের বাইরে ছিলেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।

আরও পড়ুন: ম্যানইউতে প্রতারিত বোধ করছি; বোমা ফাটালেন রোনালদো

/এম ই

Exit mobile version