Site icon Jamuna Television

গাইবান্ধায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় রাস্তার পাশের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন।

তিনি জানিয়েছেন, কাটামোড় রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় জনগণ। এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। তবে তার পকেটে থাকা একটি কাগজে সজিব মিয়া লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যার পর লাশ ফেলে পালিয়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এটিএম/

Exit mobile version