Site icon Jamuna Television

ফারদিন হত্যার সঠিক তদন্ত ও বিচারের দাবিতে সহপাঠীদের মানববন্ধন

ফারদিন হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন।

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যার সঠিক তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠীরা।

সোমবার (১৪ নভেম্বর) সকালে বুয়েট ক্যাম্পাসে এ মানববন্ধন করেন তারা। সপ্তাহ পেরিয়ে গেলেও ফারদিন হত্যাকাণ্ডের মোটিভ জানতে না পারাকে হতাশাজনক বলেছেন বুয়েট শিক্ষার্থীরা। তারা বলেন, বিচার না হওয়া অবধি ফারদিনের পরিবারের সঙ্গে থাকবেন তারা। মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার যে কথা বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, সেটিও সত্য নয় বলে দাবি করেন শিক্ষার্থীরা। বুয়েট সাংবাদিক সমিতির মাধ্যমে সেসব ‘ভিত্তিহীন’ খবরের প্রতিবাদ ইতোমধ্যে করা হয়েছে বলেও জানান তারা।

একই মত ফারদিনের বাবা কাজী নূরউদ্দিন রানার। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা রয়েছে জানিয়ে দ্রুতই সত্য উদঘাটনের আশাবাদ তার।

উল্লেখ্য, ৪ নভেম্বর রাত থেকে নিখোঁজ ছিলেন ফারদিন নূর পরশ। তিন দিন পর ৭ নভেম্বর সন্ধ্যায় শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

আরও পড়ুন: বুয়েটছাত্র ফারদিন হত্যাকাণ্ড, ভিন্নখাতে তদন্ত প্রবাহিত করার অভিযোগ নিহতের বাবার

/এম ই

Exit mobile version