Site icon Jamuna Television

ভোলায় ভস্মীভূত ১৬টি দোকান

ভোলার বাজারে অগ্নিকাণ্ড।

ভোলা প্রতিনিধি:

ভোলার মনপুরায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

সোমবার (১৪ নভেম্বর) ভোর রাতের দিকে ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউল্লাহ কাজল জানান, ভোরের দিকে কোড়ালিয়া বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পরে।

তিনি জানান, আমরা ফায়ার সর্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই বাজারের গার্মেন্টস, জুয়েলারি, ফার্মেসি, সার-
কীটনাশক, প্লাস্টিক, কম্পিউটার, মোবাইল, সেলুনসহ ১৬টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এসজেড/

Exit mobile version