Site icon Jamuna Television

বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন প্রত্যাশা করছি: জাপানের রাষ্ট্রদূত

জাপানের রাষ্ট্রদূত।

বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে জাপান। এমনটিই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। পরবর্তী নির্বাচন আরও ভালো হবে বেল আশাবাদী তিনি।

সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর এক হোটেলে মিট দ্য অ্যাম্বেসেডর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে পুরোদমে রোহিঙ্গা প্রত্যাবর্তন সম্ভব নয় উল্লেখ করে ইতো নাওকি বলেন, মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন একটি বড় চ্যালেঞ্জ। তবে এ নিয়ে কাজ চলমান আছে।

তিনি বলেন, আমরা আশাবাদী বাংলাদেশের জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। যেকোনো দেশেই সুষ্ঠু নির্বাচন হোক এটিই প্রত্যাশা জাপান দূতাবাসের।

এসজেড/

Exit mobile version