Site icon Jamuna Television

বিশেষ ছাড়ের পরও বাড়ছে খেলাপি ঋণ

বিশেষ ছাড়ের পরও লাগামহীন খেলাপি ঋণ। ৩ মাসে বেড়েছে ৯ হাজার কোটি টাকারও বেশি। সেপ্টেম্বর শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ এক লাখ ৩৪ হাজার কোটি টাকা ছড়িয়েছে। বিতরণ করা ঋণের ৯ দশমিক ৩৬ শতাংশই খেলাপি।

করোনায় কিছু প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলেও অনেকেই সক্ষমতা থাকার পরও ঋণ পরিশোধ করছে না। যে কারণে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, সেপ্টেম্বর শেষে ব্যাংকের বিতরণ করা ঋণের পরিমাণ ১৪ লাখ ৩৬ হাজার ১৯৯ কোটি ৮২ লাখ টাকা। এরমধ্যে খেলাপি ঋণ এক লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি কোটি টাকা। ৩ মাস আগেও খেলাপি ঋণের পরিমাণ ছিল এক লাখ ২৫ হাজার ২৫৮ কোটি টাকা। রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংকের বিতরণ করা ঋণের ২৩ শতাংশের বেশি খেলাপি। মোট খেলাপি ঋণ ৬০ হাজর ৫০১ কোটি টাকা। আর বেসরকিারি বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৬৬ হাজার ৬৯৫ কোটি টাকা। মোট ঋণের ৬ দশমিক ২০ শতাংশ খেলাপি।

এছাড়া বিশেষায়িত ৩ ব্যাংকের খেলাপি ঋণ ৪ হাজার ২৭৭ কোটি টাকা। আর বিদেশি ব্যাংকের মোট খেলাপি ঋণ প্রায় ৩ হাজার কোটি টাকা। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর হবার পরামর্শ অর্থনীতিবিদদের।

/এমএন

Exit mobile version