Site icon Jamuna Television

নোভা কাখোভকা বাঁধে হামলা: কিয়েভ-মস্কোর একে অপরকে দোষারোপ

ছবি: সংগৃহীত

নোভা কাখোভকা বাঁধে হামলা নিয়ে পরস্পরকে দোষারোপ অব্যাহত আছে মস্কো-কিয়েভের মধ্যে। খবর বিবিসির।

বাঁধের সেতুতে বিস্ফোরণের ফুটেজ প্রকাশিত হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে তৈরি করা এই বাঁধের সাথে সংশ্লিষ্ট দু’টি সেতুও ধ্বংস হয়। রুশ বাহিনী খেরসন ছাড়ার পর বাঁধ ধ্বংসের বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশ করা হচ্ছে। ইউক্রেন অভিযোগ জানিয়ে দাবি করেছে, খেরসনের নিয়ন্ত্রণ নেয়ার পর বাঁধটির ওপর হামলা চালায় রুশ বাহিনী। বাঁধ ভেঙ্গে শহর তলিয়ে দেয়ার পরিকল্পনা করেছিল রাশিয়া, এমন অভিযোগও করা হয়।

ছবি: সংগৃহীত

তবে মস্কোও জানিয়েছে পাল্টা অভিযোগ। বলা হয়, ইউক্রেনই ওই হামলার সাথে জড়িত। যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া হাইমার্স রকেট দিয়ে সেতুতে হামলা করে ইউক্রেনীয় বাহিনী। এমনকি কাখোভকা বাঁধ এবং বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তায় সেখানে এস-ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনও করেছিল রুশ বাহিনী; এমন দাবিও করেছে মস্কো।

আরও পড়ুন: খেরসনে রাত্রিকালীন কারফিউ, রুশ হামলার শঙ্কা

/এম ই

Exit mobile version