Site icon Jamuna Television

হাসপাতালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ

রয়টার্স থেকে সংগৃহীত ছবি।

ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেয়া হয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ (৭২) কে। হাসপাতালে নেয়ার আগে তিনি তীব্র ভাষায় পশ্চিমা গণমাধ্যমের সমালোচনা করছিলেন বলে জানা গেছে। খবর রয়টার্সের।

সোমবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। অবশ্য এ খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, এর থেকে বড় মিথ্যা আর হতেই পারে না। মারিয়া

একাধিক সূত্রের বরাতে অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, হৃদরোগজনিত কারণে হাসপাতালে নেয়া হয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে বালির গভর্নর ওয়ায়ান কোস্টার বলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রীকে চেকআপের জন্য হাসপাতালে নেয়া হয়েছিল। তিনি সুস্থ আছেন। চেকআপের পর হাসপাতাল ত্যাগ করেছেন তিনি।

প্রসঙ্গত, রোববার (১৩ নভেম্বর) জি-২০ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার বালিতে যান সার্গেই লাভরভ।

/এসএইচ

Exit mobile version