Site icon Jamuna Television

টেস্ট ও ওয়ানডে খেলতে ১ ডিসেম্বর ঢাকায় আসবে ভারত

ফাইল ছবি

আসন্ন ভারত সিরিজকে সামনে রেখে মিরপুরে চলছে রিয়াদ-সাইফউদ্দিনদের ব্যক্তিগত অনুশীলন। ১ ডিসেম্বর ঢাকায় পা রাখবে পূর্ণশক্তির ভারতীয় দল।

আগামী ৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। তিনটি ম্যাচই হবে দিবারাত্রির। অর্থাৎ, ফ্লাড লাইটের আলোয় মাঠে নামবে বাংলাদেশ-ভারত। ২৭ নভেম্বর অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে তামিম ইকবালদের।

এরমধ্যে তিন ওয়ানডে ও দুই টেস্টের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ভারত। তবে এখনও দল ঘোষণার সম্ভাব্য তারিখ জানা যায়নি স্বাগতিক বাংলাদেশের। চট্টগ্রাম টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর। ২২ ডিসেম্বর শুরু হওয়া ঢাকা টেস্টের মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সিরিজ।

আরও পড়ুন: ঢাকায় ফিরেছেন রাসেল ডোমিঙ্গো, দায়িত্বে থাকছেন ভারত সিরিজে

/এম ই

Exit mobile version