Site icon Jamuna Television

মহামারি ঠেকাতে জি-২০ জোটের বিশেষ তহবিল, জমা পড়েছে ১৪০ কোটি ডলার

ছবি: সংগৃহীত

মহামারি ঠেকাতে বিশেষ তহবিল গঠন করেছেন বিশ্বের ধনী দেশগুলোর জোট জি টোয়েন্টি। আর, প্রাথমিকভাবে এ তহবিলে জমা পড়েছে ১৪০ কোটি ডলার। খবর আলজাজিরার।

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে চলছে জি-টোয়েন্টি সম্মেলন। রোববার (১৩ নভেম্বর) বৈঠকে বসেন জোটের সদস্যরাষ্ট্রগুলোর স্বাস্থ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা। সে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ তহবিল গঠন করা হয়।

জানা গেছে, তহবিলে ৪৫ কোটি মার্কিন ডলার দেবে যুক্তরাষ্ট্র, যা মোট তহবিলের এক-তৃতীয়াংশ। জি টুয়েন্টিভুক্ত নয় এমন দেশগুলোও তহবিলে অর্থ সহায়তা করতে পারবে।

যদিও নেতাদের অনেকেই মনে করছেন তহবিলে জমা হওয়া অর্থ মহামারীর সংকট সমাধানে পর্যাপ্ত নয়। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো জানান, সংকটের সমাধানে অন্তত ৩ হাজার কোটি ডলার থাকা প্রয়োজন তহবিলে।

/এসএইচ

Exit mobile version