Site icon Jamuna Television

বিয়ে করলেন ট্রাম্পকন্যা টিফানি

নব বিবাহিত দম্পতির সাথে ট্রাম্প ও মার্লা ম্যাপলস । ছবি : সংগৃহীত

বিয়ে করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্প (২৯)। খবর বিবিসির।

শনিবার (১২ নভেম্বর) ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের মার-এ-লাগো ক্লাবে নাইজেরিয়ান-লেবানিজ বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী মাইকেল বুলোস (২৫) এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন টিফানি।

বিবিসির খবরে বলা হয়েছে, ২০২১ সালে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে থাকাকালীন সময়ই বাগদান সম্পন্ন হয়েছিল টিফানির। ২০২৪ সালের নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিতে যাচ্ছেন তিনি। এর মাত্র ৩ দিন আগেই কনিষ্ঠ কন্যার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন তিনি।

মাইকেলের জন্ম লেবাননে। তিনি বড় হয়েছেন নাইজেরিয়ায়। প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৮ সালে সিনেটরদের সঙ্গে এক বৈঠকে নাইজেরিয়াকে ‘নোংরা দেশ’ বলে আখ্যা দিয়েছিলেন। কাকতালীয়ভাবে সে বছরই ট্রাম্প কন্যার সাথে নাইজেরিয় বংশোদ্ভূত মাইকেলের পরিচয় এবং প্রেম শুরু হয়। মাইকেল তখন লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে পড়তেন। আর টিফানি অবকাশ কাটাতে গিয়েছিলেন ইউরোপে। সেখানেই পরিচয় হয় দুজনের।

বিবিসি আরও জানিয়েছে, বর্তমানে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ‘বুলোস এন্টারপ্রাইজ’ এর দায়িত্বে আছেন মাইকেল বুলোস। এ মোটরসাইকেল কোম্পানিটি বর্তমানে সফল কোম্পানি হিসেবে পরিচিত। বুলোস পরিবার কয়েক বিলিয়ন ডলার সম্পদের মালিক। ট্রাম্প জামাতা মাইকেল বুলোস নিজেও একজন বিলিয়নিয়র।

প্রসঙ্গত, নববধূ টিফানি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্লা ম্যাপলসের (ট্রাম্পের সাবেক স্ত্রী) মেয়ে। বিয়ের অনুষ্ঠানে ট্রাম্প পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডোনাল্ড ট্রাম্প, মার্লা ম্যাপলস, ইভাঙ্কা ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প ও ব্যারন ট্রাম্প।

উল্লেখ্য, ট্রাম্প-মার্লার বিয়ে হয়েছিল ১৯৯৩ সালে এবং বিচ্ছেদ হয় ১৯৯৯ সালে।

এএআর/

Exit mobile version