Site icon Jamuna Television

পা পিছলে বিপত্তিতে ইন্দোনেশিয়ার ফার্স্ট লেডি

ছবি: সংগৃহীত

বিমান থেকে নামতে গিয়ে পা হড়কে পড়লেন ইন্দোনেশিয়ার ফার্স্ট লেডি ইরিয়ানা জোকো উইদোদো। সোমবার (১৪ নভেম্বর) ঘটে এ ঘটনা।

ইন্দোনেশিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট জোকো উইদোদোর সাথে বিমানযোগে বালি যান দেশটির ফার্স্ট লেডি। বিমান থেকে হাত ধরেই নামছিলেন দুজন। সিঁড়ির তিন-চারটি ধাপ নামার পর হঠাৎই ঘটে বিপত্তি। পা পিছলে যায় ইরিয়ানার। জোকো ধরে ফেলার চেষ্টা করলেও অবশ্য লাভ হয়নি। সিঁড়িতে পড়ে যান ফার্স্ট লেডি। দুই কর্মকর্তা সাহায্যের জন্য এগিয়ে গেলেও জোকোর হাত ধরেই সামলে নেন ইরিয়ানা। পরে সরকারি কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান বালিতে।

/এসএইচ

Exit mobile version