Site icon Jamuna Television

লন্ডনে পুতিনের ব্যঙ্গাত্মক প্রতিকৃতি

পুতিনের প্রতিকৃতির সাথে খেলছে শিশুরা।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ব্যঙ্গাত্মক প্রতিকৃতি স্থাপন করা হয়েছে লন্ডনে। খবর দ্য ইকোনমিক টাইমসের।

জানা গেছে, সেন্ট্রাল লন্ডনের রিজেন্ট পার্কে স্থাপন করা হয়েছে প্লাস্টিকের তৈরি এ মূর্তি। এতে দেখা যায় ছোট একটি ট্যাংকে বসে আছেন রুশ প্রেসিডেন্ট।

পুতিনের প্রতিকৃতির সাথে আনন্দে মেতেছে শিশুরা।

ফরাসী ভাস্কর জেমস কলোমিনা তৈতি করেন এ প্রতিকৃতি। তিনি বলেন, ইউক্রেন নিয়ে অপরিণত আচরণ করছেন পুতিন। সেটাই তুলে ধরতে চেয়েছি। আর ইউক্রেনে রুশ বর্বরতার বিষয়টি ফুটিয়ে তুলতেই এতে লাল রং করা হয়েছে বলে জানান তিনি।

/এসএইচ

Exit mobile version