Site icon Jamuna Television

স্পেনে স্বাস্থ্যনীতির বিরোধিতায় চলছে ব্যাপক বিক্ষোভ

মাদ্রিদে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ।

স্পেনে ক্ষমতাসীন সরকারের স্বাস্থ্যনীতির বিরোধিতায় ব্যাপক বিক্ষোভ হয়েছে রাজধানী মাদ্রিদসহ দেশটির বিভিন্ন অঞ্চলে। দেশটির স্বাস্থকর্মীদের অভিযোগ, সরকারের ভুলনীতির কারণে ধ্বংসের মুখে পড়েছে দেশটির প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা। খবর আনাদোলুর।

রোববার (১৩ নভেম্বর) হাজার হাজার স্বাস্থ্যকর্মী এ বিক্ষোভে অংশ নেন। স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সাধারণ নাগরিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন বামপন্থী দলের সদস্যরাও অংশ নেন এ বিক্ষোভে।

আন্দোলনকারীদের অভিযোগ, স্পেনের সবচেয়ে ধনী শহর হওয়া সত্ত্বেও মাদ্রিদের প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে সরকারের ব্যয় অনেক কম। স্থানীয় সরকারের তহবিল কমানো এবং কর্মী ছাঁটাই বেড়েছে আগের তুলনায়। এতে চাকরি নিয়ে অনিশ্চয়তায় স্বাস্থ্যকর্মীরা। এ সময় স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিও জানান বিক্ষোভকারীরা।

/এসএইচ

Exit mobile version