Site icon Jamuna Television

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে অ্যামাজন

বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। বিক্রি ও মুনাফা কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর রয়টর্সের।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে ৩ শতাংশ কর্মী ছাঁটাইয়ের তালিকায় পড়বে। অর্থাৎ প্রায় ১০ হাজার জনকে চাকরি হারাতে হবে। তবে প্রতিষ্ঠানটির তরফ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এরইমধ্যে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখেছে কোম্পানিটি। বেশকিছু স্থানে স্থগিত হয়েছে গুদাম চালুসহ নতুন প্রকল্প।

গত সপ্তাহে এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছরের বার্ষিক রিভিউর অন্যতম ফোকাস হবে ব্যয় সংকোচন। করোনা মহামারির সময় বড় ধরনের সাফল্য পায় অনলাইনভিত্তিক এ কোম্পানি। চলতি বছর ফেসবুকসহ যুক্তরাষ্ট্রভিত্তিক টেক কোম্পানিগুলো ২৮ হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে। যা গত বছরের তুলনায় দ্বিগুণ।

/এমএন

Exit mobile version