Site icon Jamuna Television

কাতার বিশ্বকাপে দুই ভাই খেলবেন দুই দেশের হয়ে

কাতার বিশ্বকাপে এবার ভিন্ন দুই দলের হয়ে খেলতে দেখা যাবে আপন দুই ভাইকে। নিকো উইলিয়ামস ও ইনাকি উইলিয়ামস ভাইদ্বয় এবার কাতার বিশ্বকাপ মাতাবেন দুই ভিন্ন দেশের হয়ে।

স্পেনের হয়ে খেলবেন নিকো এবং ঘানার হয়ে খেলবেন ইনাকি উইলিয়ামস। ঘানার ডিফেন্সে দেয়াল হয়ে দাঁড়িয়ে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাবেন ইনাকি। অন্যদিকে, স্পেনের আক্রমণভাগে মাঠ মাতাবেন নিকো। আর্থিক দুরবস্থায় নিকো ও ইনাকির বাবা-মা ঘানা থেকে স্পেনে পাড়ি জমান। সেখানেই জন্ম হয় দুই ভাইয়ের।

পরবর্তীতে বড় ভাই ইনাকি স্পেনের নাগরিকত্ব ত্যাগ করে বাবার দেশ ঘানার নাগরিকত্ব গ্রহণ করেন। স্প্যানিশ লিগে দ্যুতি ছড়িয়ে ইনাকি সুযোগ পান ঘানার হয়ে খেলার। অপরদিকে, অ্যাথলেটিক বিলবাও থেকে স্পেনের স্কোয়াডে ঠাঁই মিলেছে নিকোর।

/এমএন

Exit mobile version