Site icon Jamuna Television

নতুন সময়সূচিতে অফিস কার্যক্রম শুরু

নতুন সময়সূচী অনুযায়ী শুরু হয়েছে অফিস। সকাল ৯টা থেকে শুরু হওয়া অফিস নতুন নিয়ম অনুযায়ী চলবে বিকেল ৪টা পর্যন্ত। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল অফিস এই নতুন সময় অনুযায়ী চলবে।

গত ২৩ আগষ্ট থেকে বিদ্যুৎ সাশ্রয় ও যানজট রোধে অফিসসূচিতে পরিবর্তন আনে সরকার। এরপর সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা ছিল। কিন্তু গত ৩১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে নতুন সময়সূচি অনুমোদন দেয়া হয়। যা আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে কার্যকর হলো।

এছাড়া নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন চলবে। আর আনুষাঙ্গিক কার্যক্রমের জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল ৫টা পর্যন্ত।

/এমএন

Exit mobile version