Site icon Jamuna Television

শরীয়তপুরে মাছের ঘের থেকে কুমির উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের গোসাইরহাটে মাছের ঘের থেকে কুমির উদ্ধার করেছে স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন আলাওলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান বেপারী।

সোমবার (১৪ নভেম্বর) রাত ৮টায় উপজেলার আলাওলপুর ইউনিয়নের পাজাল কান্দি গ্রামের খলিল কাজির মাছের ঘের থেকে কুমিরটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বড় একটি কুমিরকে মাটি খুড়তে দেখেন পুকুরে কাজ করতে থাকা কর্মীরা। তা দেখে পুকুরে তারা একটি ফাঁদ পেতে কুমিরটি ধরে। কুমিরটির দৈর্ঘ্যে প্রায় ৮ ফিট। উপজেলা প্রাণী সম্পদ অফিসে জানালে তাদের কর্মীরা গিয়ে দেখে যায়।

স্থানীয়রা বলেন, এত বড় একটি কুমির এখানে কীভাবে আসলো, সেটি নিয়ে আমরা এখন আতঙ্কে আছি। আমাদের বাড়ির পাশে ছোট একটি নদী আছে। এখানে এতো বড় কুমির থাকার কথা না। এরকম কুমির সাধারণত খুলনা-বাগেরহাট এলাকায় দেখা যায়।

আলাওলপুর চেয়ারম্যান ওসমান বেপারী বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে উপজেলা প্রশাসনকে জানালে তারা সেটি নেয়ার জন্য বন বিভাগের অফিসে জানান। তবে এই কুমির এইখানে কীভাবে আসলো সেটা এখন দেখার বিষয়।

ইউএইচ/

Exit mobile version