Site icon Jamuna Television

হজ ফ্লাইট নিয়ে জটিলতার আশঙ্কা করছে বিমান কর্তৃপক্ষ

এবছরও হজ ফ্লাইট নিয়ে জটিলতা তৈরি হতে পারে, অনিশ্চয়তার মুখে পড়তে পারেন বেশ কিছু হজযাত্রী। এমন আশঙ্কার কথা জানিয়েছে যাত্রী পরিবহনকারী রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। কারণ নির্ধারিত সময়ে টিকিট বিক্রি হয়নি। সেই সাথে বাড়তি স্লট পাওয়া যাবে না বলেও জানিয়ে দিয়েছে সৌদি সরকার। তবে হজ পরিচালকের আশ্বাস, এখনই অনিশ্চয়তার কিছু নেই, নিবন্ধিত সবাই হজে যেতে পারবেন।

১৪ জুলাই থেকেই শুরু হচ্ছে হজ ফ্লাইট। কিন্তু শুরুর আগেই যাত্রী পরিবহনে অনিশ্চয়তার আশঙ্কা করছে বাংলাদেশ বিমান। গত বছর যাত্রী সংকটের কারণে অন্তত ২৪টি ফ্লাইট বাতিল করে বাংলাদেশ বিমান।

বিমান কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে টিকিট বিক্রি না হওয়ার অভিযোগ অস্বীকার করছে এজেন্সি মালিকরা। তাদের দাবি, নানা চেষ্টায়ও মিলছে না টিকেট।

খোঁজ নিয়ে জানা গেছে, অধিংকাশ এজেন্সি মালিক হজের প্রথম ও শেষ ১০ দিন, অর্থাৎ আওয়াল ফিতরা আর আখিরি ফিতরার টিকেট চায়। মাঝের ১০ দিন অর্থাৎ মুল ফিতরার সময়টা টিকেট কিনতে আগ্রহী নয় কেউই। ফলে, তৈরি হয় যাত্রী সংকট, বির্পযয় নামে ফ্লাইট শিডিউল। তবে হাব মহাসচিব বলছেন, গত বছরের তুলনায় এবার পরিস্থিতি অনেকটাই ভাল।

Exit mobile version