Site icon Jamuna Television

১০ ডিসেম্বর: আল্টিমেটাম নয়, নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি

১০ ডিসেম্বর কোনও আল্টিমেটাম নয়, সেদিন নতুন কর্মসূচি ঘোষণা করবেন বিএনপি মহাসচিব; জানিয়েছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।

রাজধানীর নয়াপল্টনে ১০ ডিসেম্বর মহাসমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে আবেদন জমা দিয়েছে বিএনপি। চিঠি দিতে এসে এ কথা জানান বিএনপি নেতা। আওয়ামী লীগ যেনো কোনও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে ডিএমপির প্রতি আহ্বান জানায় দলটি।

আবদুস সালাম বলেন, সমাবেশ ঘিরে ঢাকায় পুলিশের গ্রেফতার অভিযান বন্ধ করতে হবে। সরকারি দল ভয়ভীতি দেখিয়ে আতংক সৃষ্টি করতে চায়।

পরে ডিএমপির উপ-কমিশনার ফারুখ হোসেন সাংবাদিকদের বলেন, সমাবেশের লিখিত আবেদন গ্রহণ করা হয়েছে। সমাবেশ ঘিরে কোনও ধরনের হুমকি আছে কিনা, সে বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনের ভিত্তিতে অনুমতি দেয়া হবে। অনুমতি দেয়া হলে ভেন্যুর যাবতীয় নিরাপত্তা দেবে পুলিশ।

মামলাবিহীন কারো বিরুদ্ধে কোনও গ্রেফতার অভিযান চলছে না বলে এ সময় উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।

/এমএন

Exit mobile version