Site icon Jamuna Television

তুরস্ক ও চীনা মিসাইল যুক্ত হয়ে সেনাবাহিনীর সক্ষমতা আরও বেড়েছে: সেনাপ্রধান

সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।

তুরস্ক ও চীনের মিসাইল যুক্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা আরও বেড়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের সেবায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে বাংলাদেশ সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টারে তুরস্ক ও চীন থেকে আনা দুই ধরনের মিসাইলের উদ্বোধন শেষে একথা জানান সেনাপ্রধান। তিনি বলেন, আধুনিকায়নের অংশ হিসেবে সেনাবাহিনীতে সংযোজিত তুরস্কের তৈরি টাইগার এমএলআরএস মিসাইল সিসটেম এবং চীনের তৈরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সেনাবাহিনীর সক্ষমতাকে নতুন মাত্রা দিয়েছে।

এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এসজেড/

Exit mobile version