Site icon Jamuna Television

‘সড়কে শৃঙ্খলা আনতে না পারলে অবকাঠামোগত উন্নয়নের সুফল পুরোপুরি পাওয়া যাবে না’

সড়কে শৃঙ্খলা আনতে না পারলে এতো এতো অবকাঠামোগত উন্নয়নের সুফল পুরোপুরি পাওয়া যাবে না। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে বনানীতে বিআরটিএ কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভা শেষে এ মন্তব্য করেন তিনি।

সড়কে কোনো পরিবার একসাথে যখন দুর্ঘটনায় জীবন হারায়, ব্যক্তিগতভাবে তখন তিনি খুব কষ্ট পান। এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, মহাসড়কে কোনো যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে না। নীতিমালার মধ্যে এনে নিয়ন্ত্রণ করা হবে।

আইনের যথাযথ প্রয়োগটা করা হবে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা-আরিচা, ঢাকা-সিলেট, ঢাকা-টাঙ্গাইলসহ মহাসড়কে থ্রি হুইলার, ইজিবাইক ও অটোরিকশা চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত হয়েছে। তবে চলাচল একেবারে নিষিদ্ধ নয়।

ইউএইচ/

Exit mobile version