Site icon Jamuna Television

খুলনা টাইগার্সে নাম লেখালেন তামিম

বিপিএলের ৯ম আসরে খুলনা টাইগার্সের জার্সিতে দেখা যাবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নবম আসরে খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এবারের আসরের শুরুতে রংপুর রাইডার্সে যোগ দেয়ার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত খুলনা টাইগার্সেই নাম লেখালেন বাংলাদেশের এ ড্যাশিং ওপেনার।

এর আগে, বিপিএলের অষ্ঠম আসরে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলেছিলেন তামিম। সে বার তারকাবহুল দলটিতে মাশরাফি, রিয়াদ, শাদাব খান, আসিফ আলীর মতো ক্রিকেটাররা ছিলেন। যদিও আশানুরূপ ফলাফল পায়নি মিনিস্টার গ্রুপ ঢাকা।

আসন্ন নবম আসরের আগে বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলো দল গোছানো শুরু করেছে। এরই ধারাবাহিকতায় তামিম ইকবালকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। গত আসরে খুলনা টাইগার্সের অধিনায়ক ছিলেন মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। আর একাধিকবার এ দলের ম্যানেজারের দায়িত্বে পালন করেছেন তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল।

প্রসঙ্গত, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্রাঞ্চাইজি লিগগুলোয় খেলা চালিয়ে যাবেন তামিম। এখন পর্যন্ত ২৩৮টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১২০ স্ট্রাইক রেটে ৬৮৮৬ রান করেছেন তামিম। ৪৪টি অর্ধশতকের পাশপাশি তার রয়েছে ৪টি সেঞ্চুরিও। টি-টোয়েন্টিতে তামিমের সর্বোচ্চ ইনিংস ১৪১ রানের, যা তিনি করেছিলেন ২০১৯ সালে ঢাকা ডাইনামাইটসের বিরুদ্ধে।

/আরআইএম

Exit mobile version