Site icon Jamuna Television

গুজরাটে এক নারীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালো পরিবারের ৫ সদস্য

ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটে নর্দমার খালে পড়ে যাওয়া এক নারীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন একই পরিবারের পাঁচ সদস্য।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ওই নারী খালে পানি আনতে গিয়ে পড়ে যান।

জেলা পুলিশ কর্মকর্তা বলেন, ওই নারীকে খালে ডুবতে দেখে তারা পাঁচ জনই তাকে বাঁচাতে খালে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু তারা তাকে উদ্ধারে ব্যর্থ হয়। এক পর্যায়ে তারাও পানিতে ডুবে যায়। তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

নর্দমার খাল দিয়ে সর্দার সারোভার ড্যাম থেকে গুজরাট ও রাজস্থানের মধ্যে পানির সরবরাহ করা হয়। এরসাথে মূল খালের দৈর্ঘ্য ৫৩২ কিলোমিটার। যার মধ্যে ৪৫৮ কিলোমিটার গুজরাটের মধ্যে এবং বাকী ৭৪ কিলোমিটার রাজস্থানের মধ্যে।

/এনএএস

Exit mobile version