Site icon Jamuna Television

বিয়ে করছেন গেম অফ থ্রোনসের তারকা জুটি

গেম অফ থ্রোনস তারকা কিট হ্যারিংটন আর রোজ লেসলি এনগেজড হয়েছেন।

তাদের নিয়ে কানাঘুষা চলছিলো অনেকদিন ধরেই। অবশেষে সেই ঘোষণা এলো। সেটাও বেশ অভিনব। টাইম পত্রিকায় বিজ্ঞাপনে জানানো হয়েছে আসন্ন বিয়ের কথা।

এইচবিও’র ফ্যান্টাসি ড্রামা সিরিজ গেম অফ থ্রোনের দ্বিতীয় সিজনে দেখা হয় দুজনের। নাইটওয়াচ জন স্নো ওয়ালের ওপারে গিয়ে বাধা পড়ে ওয়াইল্ডলিং ইগ্রিটের প্রেমের বন্ধনে।

অভিনেতা কিট হ্যারিংটনের মতে, আইসল্যান্ডে ৩ সপ্তাহ ধরে চলা শ্যুটিং এই সিরিজে তার সবচেয়ে স্মরণীয় স্মৃতি। এই শ্যুটিংয়ের সময় তিনি প্রেমে পড়ে যান ইগ্রিটের চরিত্রে রোজ লেসলির।

দুজনের অন স্ক্রিন রোম্যান্স অবশ্য বেশি দিন স্থায়ী হয়নি। চতুর্থ সিজনেই অকাল মৃত্যু হয় ইগ্রিট চরিত্রের। স্ক্রিনে বিচ্ছেদ ঘটলেও অফ স্ক্রিনে তাতে কোন ছেদ পড়েনি।

প্রায় চার বছর ডুবে ডুবে জল খাবার পর ২০১৬ সালে তারা জানান দেন, প্রেমের কথা। কয়েক মাস আগেই তারা একসাথে থাকতে শুরু করেন।

তখনই এক শোতে  বিয়ের কথা জিজ্ঞেস করলে কিট বলেন, তিনি ধাপে ধাপে এগুতে চান। তাদের এখন আর মাত্র এক ধাপ বাকি।

 

Exit mobile version