Site icon Jamuna Television

কাতার বিশ্বকাপ জিতবে ব্রাজিল: সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক

ছবি: সংগৃহীত

সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম ক্যাহিল বলেছেন, আর্জেন্টিনা নয়, কাতার বিশ্বকাপ ব্রাজিল জিতবে, এটিই হবে তাদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা। তার মতে, আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেবে। খবর ডেইলি মেইল’র।

ক্যাহিল জানান, আমি আশা করব অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো করবে। কারণ প্রত্যেকেই চায় তার দেশ ভালো করুক।

আর্জেন্টিনাকে হারাতে হলে কী করতে হবে, সে টোটকাটাও জানিয়ে দিলেন দলকে। বললেন, আমরা যদি মেসিকে আটকে দিতে পারি, তা হলে আমরা আর্জেন্টিনাকে হারিয়ে সামনে এগিয়ে যেতে পারব।

তিনি আরও বলেন, আফ্রিকান দলগুলোও এবার ছেড়ে কথা বলেব না। যখন আপনি ক্যামেরুন, সেনেগাল আর ঘানার দিকে তাকাবেন, তখন দেখবেন, সেখানে বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় রয়েছে, যারা বিশ্বের অন্যতম সেরা লিগগুলোয় খেলে, তারা প্রতিনিয়ত প্রতিভার জন্ম দিয়ে যাচ্ছে।

আগামী ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে ফাইনালে খেলবে ব্রাজিল আর বেলজিয়াম বলে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন।

ক্যাহিল বলেন, আমি বেলজিয়ামের ভক্ত। তাদের স্কোয়াড আর ম্যানেজমেন্ট যেমন, তার দু’টিই খুবিই ভালো হয়েছে। তবে যখন আপনি ব্রাজিলের বিপক্ষে খেলেবেন, তখন দেখবেন তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দল। বিশ্বকাপ জেতারও সম্ভাবনা তাদেরই বেশি।

/এনএএস

Exit mobile version