Site icon Jamuna Television

বিপৎসীমার ওপর দিয়ে বইছে উত্তরের নদ-নদীর পানি

এখনও বিপৎসীমার ওপর দিয়ে বইছে উত্তরের প্রধান নদ-নদীগুলোর পানি। কুড়িগ্রামে ধরলা ও দুধকুমার নদের পানিতে প্লাবিত হয়েছে প্রায় ৩০ হাজার মানুষ। তাদের বেশিরভাগই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন উঁচু বাঁধ বা রাস্তার পাশে।

লালমনিরহাটেও তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি। বন্যা আক্রান্ত এলাকায় এরই মধ্যে দেখা দিয়েছে খাদ্য ও পানির সংকট।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মার পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। যা আগামী কয়েক ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। তবে হ্রাস পেতে পারে সুরমা আর কুশিয়ারার পানি।

Exit mobile version