Site icon Jamuna Television

মুক্তি পাচ্ছে লিসানের প্রথম গান ‘কিছু রঙ’

'কিছু রঙ' নিয়ে আসছে লিসান।

জনপ্রিয় ব্যান্ড অবলিকের সাথে ব্যান্ডের ভোকাল লিসানের যাত্রা শেষ হয়েছিল গত বছরের অক্টোবরে। মাঝে বেশ খানিকটা সময়ের বিরতি। বিরতি শেষে এবার নিজের প্রথম গান ‘কিছু রঙ’ নিয়ে ফিরছেন লিসান। গত এক বছরে নিজেকে নতুন করে খোঁজার চেষ্টা করেছেন জনপ্রিয় এ তরুণ গায়ক। ব্যান্ড ‘লিসান অ্যান্ড দ্য ব্লাইন্ডমেন’ গঠনের পাশাপাশি তৈরি করেছেন নিজের নতুন বেশকিছু গানও।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মুক্তি পাচ্ছে লিসানের নতুন গানগুলোর প্রথমটি। যার নাম ‘কিছু রঙ’। যাহরা লাবিবা আহমেদের লেখায় সুর করেছেন লিসান নিজেই। গানের সঙ্গীতায়োজন, মিক্স ও মাস্টারিং করেছেন বারাকাত শোভন। আগামী বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় ফার্মগেটের হেভি মেটাল টি-শার্ট এর আউটলেটে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে গানটি। একই দিন থেকে ইউটিউবে ‘Lisan & The Blindmen’ চ্যানেলে গানটি শুনতে পারবেন ভক্তরা।

‘লিসান এন্ড দ্য ব্লাইন্ডমেন’

এ অনুষ্ঠানে গানের পাশাপাশি মুক্তি পাবে ‘Lisan & The Blindmen’ এর প্রথম টিশার্ট, যা পাওয়া যাবে দেশের সব হেভি মেটাল টিশার্ট আউটলেটে।

/এসএইচ

Exit mobile version